হারুন ইবনে শাহাদাত
আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ।
ছোট্ট এই দেশের রূপবৈচিত্রের শেষ নেই। ছয়
ঋতুর পালা বদলে চলে নানান রূপের খেলা। প্রকৃতি সাজে নতুন নতুন রঙে। প্রকৃতির রঙের
সাথে সাথে দেশের মানুষের মনেও লাগে রঙের ছোঁয়া। হেমন্তের রঙ হলো সোলানি। কারণ
হেমন্তকালে মাঠে মাঠে থাকে সোনালি ধান।
তোমরা নিশ্চয়ই জানো, ‘ঋতু বলতে কি বোঝায়? হ্যাঁ। ঠিক বলেছো।’ ঋতু হলো,‘বছরের একটি নির্দিষ্ট
সময়ে আমাদের এই পৃথিবীর কোন একটি দেশ বা অঞ্চলের জলবায়ুর ধরন। ইংরেজিতে যা Season বলা হয়। মহাকাশে
সূর্যের অবস্থান অনুসারে পৃথিবীর অক্ষের অবস্থানের পরিবর্তনের কারণে কোনো একটি
নির্দিষ্ট স্থানে ঋতু পরিবর্তন সংঘটিত হয়। আমাদের দেশে হেমন্তকাল বাংলা বর্ষের চতুর্থ ঋতু। বাংলা বর্ষপঞ্জি
অনুসারে কার্তিক ও অগ্রায়হণ এই দুই মাস
হেমন্তকাল। ঈসায়ী ক্যালেন্ডার যা আমাদের দেশে ইংরেজি সন বলে পরিচিত সেই অনুসারে
মধ্য অক্টোবর থেকে মধ্য ডিসেম্বর সময়কাল
হেমন্ত ঋতু। মূলত হেমন্তকাল হচ্ছে শরৎ ও শীতকালের মধ্যবর্তী একটি পরিবর্তনশীল
পর্যায় তাই ইংরেজিতে একে Late Autumn বলা হয়।
এ সময় চাষীরা ধান কেটে ঘরে তোলে
এবং ঘরে ঘরে নবান্ন উৎসব শুরু হয়।
কবি সুকান্ত ভট্টাচার্য এর ভাষায়,
‘এই হেমন্তে কাটা হবে
ধান
আবার শূন্য গোলায় ডাকবে ফসলেরই
বান।’