প্রশিক্ষক: মোঃ
হারুন অর
রশীদ
তারিখ: ১৯ জুন ২০১৫
উৎস বা সোর্স জানার আগে সংবাদ বা নিউজ কি তা আগে জানতে হবে।
সংবাদ
বা খবর
কি ?
News অর্থ Something is New. মানে নতুন কিছু । আভিধানিক অর্থে সংবাদ হলো কোন সাম্প্রতিক ঘটনা বা প্রস্তাব সম্পর্কিত বিবরণ।
হ্যারিসন এবং জনসন এর দি কমপ্লিট রিপোর্টার (The complete Reporter )বইয়ে সংবাদের সংজ্ঞা দিয়েছেন এভাবে News is an account of event, or a fact or opinion which interest people. অর্থাৎ সংবাদ হচ্ছে একটি ঘটনা, বিষয় বা মতামতের বিবরণী যার প্রতি জনগণের আগ্রহ আছে ( আগ্রহ নিয়ে পড়ে )।
তারা আরো লিখেছেন, Anything that enough people want to read is news, provided is not
violate the canon of good taste and the laws of libel. অর্থাৎ সংবাদ হচ্ছে এমন কিছু যা জনগণ পড়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তবে সেই বিষয়গুলো অবশ্যই শালীন হবে এবং মানহানি আইন লঙ্ঘন করবে না ।
New York Sun এর সম্পাদক জন বি ব্যারেট একজন কাব ( নবিশ) রিপোর্টারকে কি বলেছিলেন কুকুরের কামড় সংক্রান্ত উদাহরণটি নিশ্চয় মনে আছে। ( ক্লাসে বলা হবে।)
আর্থার ক্রিসটেন সেলের মতে, 'যার মধ্যে অভিনত্ব আছে সেটাই খবর।'
থমসন ফাউন্ডেশনের মতে 'সংবাদ কখনো সহজে উদঘাটিত হয় না । সংবাদ হচ্ছে এমন কিছু যা মানুষ লুকিয়ে রাখতে চায়, বাকী সবটা ই বিজ্ঞাপন।'
সংবাদের প্রকার
সংবাদের প্রকার একটি ব্যাপক অর্থবোধক বিষয় । বিষয়, স্থান, কাল,গঠন বিভিন্নভাবে খবরের প্রকারভেদ করা যায় ।বিষয় ভিত্তিক যেমন: উন্নয়ন, দুর্নীতি, অপরাধ, অর্থনীতি, রাজনীতি, জনসভা, সেমিনার, সাংবাদিক সম্মেলন, খেলা-ধূলা, বিনোদন প্রভৃতি। স্থান: শহরের খবর, গ্রাম বাংলার খবর, বিদেশের খবর, সময় ভেদে: ব্রেকিং নিউজ বা তাৎক্ষণিক খবর, চলমান ঘটনার খবর, প্রেসবিজ্ঞপ্তি, খবরের ফলো আপ বা আগে প্রকাশিত খবরের পরবর্তী খবর, গঠন অনুসারে সংক্ষিপ্ত খবর, ইন ডেপথ রিপোর্ট বা অনুসন্ধানমূলক বিস্তারিত খবর, মন্তব্য প্রতিবেদন, মতামতমূলক খবর, সাক্ষাৎকার, ফিচার প্রভৃতি ।
একজন
সাধারণ মানুষের কাছে যদি জানতে জান সংবাদ বা খবরের উৎস কি? তারা নিশ্চয় উত্তর
দিবেন: পত্রিকা, টিভি, অন লাইন বিভিন্ন সংবাদমাধ্যম হলো খবরের উৎস। অগ্রসর জনগণ হয়
তো বলবেন, সাংবাদিক হলো সংবাদের উৎস। উদাহরণ: মাছ কোথায় পাওয়া যায়? শহরের বাচ্চার
উত্তর... ( ক্লাসে বিস্তারত বলা হবে)।
একজন
দক্ষ জেলে যেমন জানেন, ইলিশ মাছ আর রুই মাছ কোথায় পাওয়া যায়, একজন সাংবাদিকেও
জানতে হবে কোন খবরের উৎস কি?
আমাদের
চার-পাশেই ছড়িয়ে আছে খবরের উৎস। যেমন: ১. এই সমাজ ২. সমাজের মানুষ ৩. তাদের গড়া
বিভিন্ন প্রতিষ্ঠান
বিট
ও উৎস নির্ধারণ
একজন
সাংবাদিক বা রিপোর্টারের পক্ষে সকল দিকে নজর রাখা সম্ভব নয়। তাই কে কোন দিকে নজর
রাখবেন তা ঠিক করে দেয়া হয়। তাদের ক্ষেত্র বা বিট নির্ধারণ করে দেয়া হয়। যেমন:
অর্থনীতি বিট। অর্থনীতির সাথে সম্পর্কিত বিট অর্থ মন্ত্রণালয়, ব্যাংক, বীমা,
শেয়ারবাজার, পণ্যবাজার, আমদানি-রফতানি প্রভৃতি। ভালমানের মিডিয়ায় উল্লেখিত প্রতিটি
বিটের জন্য আলাদা আলাদা প্রতিবেদক থাকেন।
অনুরূপভাবে
প্রতিটি মন্ত্রণালয় এবং মন্ত্রণালেয়ের গুরুত্বপূর্ণ বিভাগকে বিট বিবেচনা করে নির্ধারিত
প্রতিবেদক থাকেন।
কোন কোন মিডিয়ার জন্য সচিবালয়কে একটি বিট
নির্ধারিত করে কয়েকজন প্রতিবেদক থাকেন। প্রধান প্রতিবেদক অথবা সিনিয়র প্রতিবেদকের
নেতৃত্বে কাজের সমন্বয়ন করে তারা সংবাদ সংগ্রহ করেন।
সিনিয়ির ও অভিজ্ঞ সাংবাদিকরা বিশেষ
প্রতিনিধি হিসেবে কাজ করেন। তারা সাধারণত গুরুত্বপূর্ণ কোন বিট যেমন:
প্রধানমন্ত্রীর সচিবালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা কোন নির্ধারিত বিটের বাইরের
এক্সক্লোসিভ বা বিশেষ নিউজ সংগ্রহ করেন। সচিবালয়সহ রাষ্ট্রের
স্পর্শকাতর বিটে কাজের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে এক্রিডেশন কার্ড সংগ্রহ করতে হয়।
সংবাদের কয়েকটি উল্লেখ্যযোগ্য সোর্স বা উৎস:
১. নিউজ মেকার ( সংবাদ তৈরি করেন বা
যাদেরকে নিয়ে সংবাদ তৈরি হয় এমন ব্যক্তি যেমন: প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সরকারি
বেসরকারি দলের নেতা, বিভিন্ন পেশায় নেতৃত্বদানকারী ব্যক্তি, যেমন: প্রভাবশালী ব্যবসায়ী, অভিনেতা, কবি,
সাংবাদিক, নোবেল বিজয়ী প্রমুখ ব্যক্তিরা হলেন নিউজ মেকার ) এর সাথে সংশ্লিষ্ট
ব্যক্তিরা। একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে নিউজ বা সংবাদিক যিনি লিখেন তিনি নিউজ মেকার নন। যার কারণে নিউজটির ঘটনার তৈরি হয় তিনি নিউজ মেকার। রিপোর্টার বা সাংবাদিক নিউজ লেখক মাত্র। ( ক্লাসে উদারণসহ ব্যাখা দিয়ে বুঝানো হয়েছে।)
২. সচিবালয়, সংসদ, থানা,
বিচারালয়,নির্বাচন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দলের অফিস, এফডিসি, স্টেডিয়াম,
জেলখানা,ব্যাংক-বীমা, শেয়ার মাকের্ট, বাজার, বন্দর, তারকা চিহ্নিত হোটেল প্রভৃতি
প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রধান কর্তাব্যক্তি থেকে নিয়ে পিয়ন, দারোয়ান।
৩. স্টেক-হোল্ডার: বিষয় সংশ্লিষ্ট
ব্যক্তি, গোষ্ঠি। যেমন; ধানের সাথে জড়িত কৃষক, কৃষি অফিসার, ক্রেতা, ভোক্তা
প্রমুখ।
৪. সাক্ষাৎকার: সাক্ষাৎকার নিজেই
একধরনের খবর। অপরদিকে একটি প্রতিবেদন বা সংবাদকে সমৃদ্ধ করতেও সাক্ষাৎকারের
সাহায্য নিতে হয়।
৫.সভা-সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম,
বক্তৃতা, বিবৃতি, ইন্টারনেট, প্রেস-বিজ্ঞপ্তি, এমন কি সংবাদপত্র ও বন্ধু সাংবাদিকও
একটি উল্লেখযোগ্য সোর্স ।
সাংবাদিক সোর্স ও নিউজের মান
একজন প্রতিবেদক বা সাংবাদিকের মান ও দক্ষতার
আলোকে সোর্স তৈরি হয়। নিউজে কি ধরণের সোর্স ব্যবহার করা হয়েছে তার ওপর নির্ভর করে
নিউজের মান। ৫ নম্বরে সেসব সোর্সের কথা উল্লেখ করা হয়েছে, তা নিয়ে কোন ইন ডেপথ বা
অনুসন্ধনী প্রতিবেদন তৈরি সম্ভব নয়। এসব সোর্সের সাহায্যে সাধারণ প্রতিবেদন বা
মতামতধর্মী মন্তব্য প্রতিবেদন তৈরী করা যাবে।
যা আগে কেউ জানাতে পারেনি এমন অনুসন্ধানী
প্রতিবেদন তৈরির জন্য অবশ্যই একজন প্রতিবেদক যে বিটে কাজ করবেন সেই বিট সংশ্লিষ্ট
সোর্স বাড়াতে হবে।
সোর্স তৈরির কৌশল
১. বিশ্বস্ত হতে হবে। জীবন গেলেও একজন নিষ্ঠাবান
সাংবাদিক সোর্স এর নাম প্রকাশ করে তাকে বিপদে
ফেলেন না।
২. বিনয়ী হতে হবে।
৩. কৌশলী হতে হবে। তিনি আপনাকে সাহায্য
করছেন এটা মনে করলে সমস্যা নেই। কিন্তু তাকে আপনি ব্যবহার করছেন, একথা যেন মনে
করতে না পারেন।
৪. বন্ধু হতে হবে । সুখ-দুঃখের অংশীদার
হতে হবে।
৫. কখনো কখনো অর্থও খরচ করতে হবে।
গত ক্লাসে চারণ সাংবাদিক মোনাজাত
উদ্দীনের উদাহরণ দিয়েছিলাম। নিশ্চয়ই মনে আছে।
লেকচার: মোঃ হারুন অর রশীদ
সম্পাদক, আমাদের পরিবেশ, স্থায়ী সদস্য
জাতীয় প্রেস ক্লাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন