Powered By Blogger

শনিবার, ৯ মে, ২০১৫

রোমান সাম্রাজ্যের উত্থান-পতন জলবায়ু পরিবর্তনের ফল



রোমান সাম্রাজ্যের উত্থান পতনও হয়েছে জলবায়ু পরিবর্তন থেকে। এমনই মনে করছেন বিজ্ঞানীরা।
প্রাচীনকালের গাছের বৃদ্ধি নিয়ে গবেষণা করে বিভিন্ন সময়ে জলবায়ু কেমন ছিলো তার ভিত্তিতে মানবসভ্যতায় এর প্রভাব খুঁজতে গিয়েই বিজ্ঞানীরা এ ধারণা পোষণ করেছেন।
জার্মানি, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা এ পর্যন্ত গবেষণা করা প্রাচীন গাছের গুঁড়ির চেয়েও ১ হাজার বছর আগের গাছের গুঁড়ির বৃত্ত পরীক্ষা করে দেখেছেন।
গাছের গুঁড়ি কাটলে যে বৃত্তাকার স্তর চোখে পড়ে সেই বৃত্ত কতটা পুরু তা পরীক্ষা করেই বোঝা যায় গাছটির বৃদ্ধি কোন বছর ভালো আর কোন বছর খারাপ ছিলো।
বিজ্ঞানীরা ২ হাজার ৫০০ বছর আগে মধ্য ইউরোপে ওক এবং পাইন গাছগুলোর বৃদ্ধি পরীক্ষা করে দেখেছেন, উষ্ণ ও আদ্র গ্রীষ্মে গাছগুলোর ভালো বৃদ্ধি ঘটেছে। আর এ সময়টিও ছিলো কৃষি সমাজের সমৃদ্ধির সময়। যেমন: রোমান সাম্রাজ্য যখন তুঙ্গে বা মধ্যযুগে।

আবার জলবায়ুর অস্থিতিশীলতার সময়টিতেই রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে যেমনটি ঘটেছিলো রোমান সাম্রাজ্যের পতনের সময়ে।
গবেষণায় বলা হয়েছে, রোমান সাম্রাজ্য এবং মধ্যযুগের সমৃদ্ধির সময়টিতে উষ্ণ ও আদ্র গীষ্ম ছিলো। আর জলবায়ুর ক্রমবর্ধমান তারতম্যের সময়টিতেই ২৫০-৬০০ খৃষ্টাব্দে রোমান সাম্রাজ্যের পতন লক্ষ্য করা গেছে।
জলবায়ু পরিবর্তনের কারণে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সঙ্কট বেড়েই মানবসভ্যতার এ উত্থান-পতন বলে বিজ্ঞানীদের ধারণা।
চতুর্দশ শতাব্দীতে ইউরোপে যে প্লেগের প্রাদুর্ভাব ঘটেছিলো তার কারণও সম্ভবত ছিলো জলবায়ুর পরিবর্তন। ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশেই সাধারণত প্লেগ ছড়ায়।
আবার সপ্তদশ শতাব্দীতে সম্ভবত বেশি ঠান্ডার কারণেই ইউরোপীয়রা সব দলে দলে আমেরিকায় পাড়ি জমাতে শুরু করেছিলো।
এতো গেলো বহু বছর আগের কথা। কিন্তু বর্তমান সময়েও জলবায়ু পরিবর্তন ঠেকানো না গেলে তা কি মারাত্মক পরিণতি ডেকে আনবে সে ভবিষ্যদ্বাণী ইতোমধ্যেই করেছেন বিজ্ঞানীরা।
গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানো না গেলে বিশ্বে আগামীতে অনেক বেড়ে যাবে খরা, বন্যা, দাবদাহের মতো প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রস্তর বেড়ে তলিয়ে যাবে নিুাঞ্চলের বহু দেশ।
আর তখন জনবহুল এ বিশ্বে সেই আগের যুগের মতো অভিবাসনের বিকল্প পথটিও হয়তো বন্ধ হয়ে যাবে। (সংকলিত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন